বাংলাদেশ দলে চার স্পিনার খেলছেন, তা মোটামুটি অনুমিতই ছিল। বাস্তবে হচ্ছেও তাই। আজ মঙ্গলবার শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও চার স্পিনার নিয়েই খেলতে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ একাদশে রাখা হয়েছে চার স্পিনার- মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও নাসুম আহমেদকে। দলে একমাত্র পেসার আছেন মোস্তাফিজ।আগের ম্যাচের একাদশ থেকে একটি চেঞ্জ। তাসকিন নেই। তার পরিবর্তে আনা হয়েছে নাসুম আহমেদকে। এদিকে ওয়েস্ট একাদশেও স্পিনারের ছড়াছড়ি। সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকায় পা রাখার বাঁ-হাতি স্পিনার আকিল হোসেইনকেও আজ ক্যারিবীয় একাদশে রাখা হয়েছে। তাকেসহ ওয়েষ্ট ইন্ডিজ একাদশেও চার স্পিনার। প্রথম ম্যাচ খেলা ২ ফাস্টবোলার জাইডেন সিলস, রোমারিও শেফার্ডকে বাদ দেয়া হয়েছে ক্যারিবীয় একাদশ থেকে। শুধু আছেন প্রথম ম্যাচে ৫ ওভার বল করে ২ উইকেট পাওয়া পেসার জাস্টিন...