ফ্যাশন মানে শুধু পোশাক নয়, বরং এক ধরণের মনোভাব-যেখানে আত্মবিশ্বাসই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয় অলংকার। শর্বরী যেন সেটিই প্রমাণ করলেন তার সাম্প্রতিক বডিকন লুকে। সুচারু কাট, নিখুঁত ফিট আর অনাবিল আত্মবিশ্বাস সব মিলিয়ে তিনি যেন বলছেন, স্টাইল মানে নিজের ওপর বিশ্বাস রাখা। লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের ভেতরেও তার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও নির্ভার; যেন ফ্যাশন নয়, বরং আত্মবিশ্বাসই তার পরিধান। শর্বরীর এই লুক আজকের আধুনিক নারীর প্রতিচ্ছবি যিনি নিজের সৌন্দর্য, স্টাইল এবং শক্তি নিয়ে গর্বিত, ঠিক যেমন তিনি নিজেই। ক্রাইম-কমেডি ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল শর্বরী বাগের। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি, আর হাতে উঠে আসে ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। এরপর খানিকটা বিরতি নিলেও ফিরে আসেন টানা দুটি সফল সিনেমা নিয়ে। পর্দায় তার অভিনয়ের মতোই...