সীমা, হাত ধরে টেনে নিয়ে যায় ঘরে। শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।ও মাথায় হাত বুলাতে থাকে। ওর হাত বুলানোতে একটা মাদকতা আছে। আমি বিভোর হয়ে যাই। আমার ঘুমের ঔষধ ওর দুটি হাতের জাদু আর বুকের মায়াবী উষ্ণতা। ঐ বুকের বিশালতায় আমি হারিয়ে যাই। কখন যে ঘুমিয়ে পড়ি মনে নেই। সীমাও আমার উপর ঘুমিয়ে পড়ে। সকালে দেখি আমরা জড়াজড়ি করে ঘুমিয়ে আছি। আমি চাই প্রতিদিন তুমি এভাবেই পাশে থাকো এবং এভাবে ভালোবাসো। তাতে যদি আমার ঘুম হয়। নইলে সারাদিন অফিসে কত কষ্ট পেতে হয় তা তুমি জান না। এভাবে প্রতিদিন পাশে থাকবে তো? ও লজ্জায় মাথা নাড়ে।আগে আমি প্রতিরাতে ট্যাবলেট ‘মাইলাম ৭.৫ এমজি’ খেতাম। তবুও মাঝে মাঝে ঘুমাতে কষ্ট হতো। এখন সীমা আমাকে ওষুধ খেতে দেবে না। কোনো ঔষধ...