ঢাকা: অবশেষে প্রথমবারের মতো নিজস্ব নিয়োগবিধি পেল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। সোমবার আইন মন্ত্রণালয় থেকে "নিবন্ধন অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৫" শিরোনামে গেজেট প্রকাশ করা হয়েছে।দেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছর পেরিয়ে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল এই নিয়োগবিধি, যা অবশেষে বাস্তবায়ন হলো। এতে অধিদপ্তরের আওতাভুক্ত বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর নানা জটিলতা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।নিয়োগবিধি অনুযায়ী, এখন থেকে সাব-রেজিস্ট্রাররা পদোন্নতির মাধ্যমে সর্বোচ্চ পদ আইজিআর (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন) পর্যন্ত যেতে পারবেন, যা এতদিন শুধু কাগজে-কলমে সম্ভব ছিল না।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নম্বর আইন) এর ধারা ৫৯(১) অনুযায়ী এবং সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে সরকার এই নিয়োগবিধি...