মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে র্যাংকিংয়ের ৯-এর মধ্যে। বাংলাদেশের অবস্থান দশে। তাদের ঠিক ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। সেই চিন্তা থেকেই মিরপুরের উইকেট স্পিন বান্ধব। প্রথম ম্যাচে কালো মাটির উইকেটে ঘুর্ণিতে ঘায়েল হয়েছে উইন্ডিজ। প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ পেয়েছেন ৫ উইকেট। তবে তার সাফল্যের ভাগ চলে যাচ্ছে উইকেটের দখলে। উইকেটের রহস্য ভেদ করতে দেশ থেকে উড়িয়ে এনেছে স্পিনার আখিল হোসেনকে। বাংলাদেশের অস্ত্রেই টাইগার বধের পরিকল্পনা তাদের। বাংলাদেশের একাদশ থেকে তাসকিন আহমেদ বাদ গেছেন। যুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে সফরকারীদের একাদশেও রয়েছে পরিবর্তন। জাইডেন সিলসকে বসিয়ে ডাকা হয়েছে আকিল হোসেনকে আর রোমারিও শেফার্ডের জায়গায় আজ...