ছক্কা হাঁকানোর পরের বলেই ফিরলেন সাইফশুরুরা দেখে শুনেই করেছিলেন লাল-সবুজদের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পঞ্চম ওভারে বল হাতে আসেন আকিল হোসন। তৃতীয় বলে দারুণ একটি ছক্কা হাঁকানোর পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ। ১৬ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। ১২ বলে ১১ রান করে ক্রিজে আছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজ একাদশশাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, কেসি কার্টি, আকিম অগাস্ট , রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ারে, শেরফান রাদারফোর্ড ও আকিল হোসেন। বাংলাদেশ একাদশে এক পরিবর্তন, চার স্পিনারের সাথে এক পেসার বাংলাদেশ একাদশসৌম্য সরকার, মেহেদী...