প্রথম ওয়ানডেতে টস ভাগ্যটা সঙ্গ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সে ম্যাচে দলটা নিয়েছিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তবে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক। সাত পাঁচ না ভেবেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। প্রথম ম্যাচে স্পিনারদের একচ্ছত্র আধিপত্য দেখেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বাংলাদেশি স্পিনাররা তো রীতিমতো উৎসব করেছেন, ১০ উইকেটের ৮টাই শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে সেই একই রেসিপি বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে টস ভাগ্যটা সঙ্গ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সে ম্যাচে দলটা নিয়েছিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তবে দ্বিতীয় ওয়ানডেতে টস...