হৃদয়ের সামনে হাওয়ায় ভাসিয়ে বলটি করেছিলেন গুড়াকেশ মোতি। হৃদয় সেই ফাঁদে পড়ে মিড অনে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। সফল হননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে। তিনি ফিরলেন ১২ রান করে। ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। ১০ ওভারে ৪০ রান তুলতে বাংলাদেশ উইকেট হারিয়েছে একটি। ৬ রান করে আউট হয়েছেন সাইফ। উইকেটে আছেন সৌম্য ও হৃদয়। ১৬ রানে ব্যাটিং করছেন সৌম্য, হৃদয় অপরাজিত ১২ রানে। টানা ১৪ বল ডট খেলে কিছুটা চাপে ছিলেন সাইফ। আকিলের বলে স্লগ খেলে ছক্কা মেরে হয়েছিলেন চাপমুক্ত। তবে পরের বলেই স্লিপে ক্যাচ দিলেন এই ওপেনার। আকিলের বেরিয়ে যাওয়া বলটিতে সাইফ খেলতে চেয়েছিলেন ডিফেন্সিভ পুশ। সফল হননি। তিন নম্বরে এসেছেন তাওহিদ হৃদয়। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার...