প্রথম ম্যাচে স্পিনারদের একচ্ছত্র আধিপত্য দেখেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বাংলাদেশি স্পিনাররা তো রীতিমতো উৎসব করেছেন, ১০ উইকেটের ৮টাই শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে সেই একই রেসিপি বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাসকিন আহমেদ প্রথম ওয়ানডেতে অ্যাকশনে ছিলেন মোটে ২ ওভার। মেইডেন দিয়ে শুরু করেছিলেন। কিন্তু তিনিও পরের ওভারে ১০ রান হজম করে বসেন। এরপর তাকে আর দ্বিতীয় স্পেলের জন্য ডাকেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। এদিকে গতকালই স্কোয়াডে নেওয়া হয় স্পিনার নাসুম আহমেদকে। আজ তাসকিনের জায়গায় সেই নাসুমই দলে ঢুকে পড়লেন। তবে মোস্তাফিজ মিরপুরের উইকেটে দারুণ কার্যকরী। পুরো ক্যারিয়ারে তার বোলিং গড় যেখানে ২৬.৭৯, সেখানে মিরপুরে গড়টা নেমে এসেছে...