ঘরের মাঠে এসেই যেন পথ হারিয়েছেন সাইফ হাসান। আগের ম্যাচে এক অঙ্কে আউট হয়েছিলেন। হলেন দ্বিতীয় ম্যাচেও। আগের ম্যাচে শুরুতেই আউট হয়েছিলেন, এবারও তাই। তবে প্রথম ম্যাচের সঙ্গে আজকের পার্থক্য, আজ ডটের সংখ্যা বেশি, বাউন্ডারিও মেরেছেন একটি। বেশ খানিকটা রয়েসয়ে শুরু করতে চেয়েছিলেন। একে একে ১৪টি বল ডট দিয়েছেন তিনি। এরপরই ছক্কা মেরে সব শেকল ভাঙতে চেয়েছিলেন। ছক্কাটা পেয়েছেন বটে। ইনিংসের পঞ্চম ওভারে আকিল হোসেইনকে ছক্কা হাঁকান তিনি। তবে পরের বলেই ফ্রন্টফুটে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে, প্রথম স্লিপে। ১৬ বলে ৬ রান করে ফেরেন তিনি। ২২ রানে প্রথম উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। ঘরের মাঠে এসেই যেন পথ হারিয়েছেন সাইফ হাসান। আগের ম্যাচে এক অঙ্কে আউট হয়েছিলেন। হলেন দ্বিতীয় ম্যাচেও। আগের ম্যাচে শুরুতেই আউট হয়েছিলেন, এবারও তাই। তবে...