ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দলে আছে একটি পরিবর্তন। টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অর্থাৎ, আজ দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুরের আলোচিত কালো মাটির উইকেট হয়ে উঠেছে স্পিনারদের জন্য স্বর্গ। এ কারণেই হয়তো সিরিজ জয়ের লক্ষ্যে স্পিনে জোর দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন। জেডেন সিলসের জায়গায় ঢুকেছেন আকিল হোসেন। এছাড়া রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের। বাংলাদেশ একাদশ:সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ...