সংক্ষিপ্ত স্কোর: ৫ ওভারে বাংলাদেশ ২২/১ (সৌম্য ১১*, হৃদয় ০*; সাইফ ৬) সৌম্য সরকার দারুণ ব্যাটিংয়ে রান জমা করলেও ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার সাইফ হাসান। ছক্কার মারার পরের বলেই (৪.৪ ওভারে) আকিল হোসেনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে টানা দ্বিতীয় ওয়ানডেতে ব্যর্থ সাইফ আউট হয়েছেন ৬ রানে। টি-টোয়েন্টি ফরম্যাটের ধারাবাহিকতা ওয়ানডেতে টেনে আনতে পারছেন না। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ২২ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ। তবে শুরুতে ব্যাটিং করতে পেরেছিল। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। রিশাদ হোসেনের ঘূর্ণিতে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। বাংলাদেশ আজকে একটি পরিবর্তন নিয়ে খেলছে। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।...