দিনাজপুরে স্বৈরাচার হাসিনাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪শ’ জনকে আসামি করে আদালতে নাশকতার মামলা দায়ের করেছেন এক জুলাই যোদ্ধা। সোমবার রাতে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে জুলাই যোদ্ধা মো. হায়াত আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করেন এবং বাদীর অভিযোগের বিষয় আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে দিনাজপুর সিআইডি জোনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ প্রদান করেছেন। মামলার বাদী মো. হায়াত আলী (৩১) দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মো. সানাউল্লাহ পুত্র। মামলায় অন্যতম আসামিদের মধ্যে রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা, সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা ইকবাল রহিম, সদর উপজেলা আওয়ামী...