লিফট ব্যবহার এখন নিত্যদিনের অংশ। তবে কখনও কখনও লিফটে আটকে পড়া বা যান্ত্রিক ত্রুটির কারণে বিপদের সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক, তবে আতঙ্কিত না হয়ে শান্তভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। রাজধানীর মোহাম্মদপুর এনএইচএ গার্ডেন সিটির লিফট রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম কিবরিয়ার পরামর্শের ভিত্তিতে লিফটে আটকে পড়লে কী করতে হবে, তা তুলে ধরা হল। শান্ত থাকুন, অন্যদেরও শান্ত রাখুন:লিফটে আটকে গেলে প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে বা পরিস্থিতি আরও জটিল হতে পারে। লিফটে অন্য যাত্রীরা থাকলে তাদেরও শান্ত থাকতে উৎসাহ দিন। গল্প করে বা স্বাভাবিকভাবে কথা বলে পরিবেশ হালকা রাখার চেষ্টা করুন। অ্যালার্ম বা ফোন ব্যবহার করুন:লিফটের অ্যালার্ম বাটন চাপুন এবং সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করুন। অনেক লিফটে জরুরি ফোন বা ‘ইন্টারকম’ থাকে, যার মাধ্যমে...