তিনি বলেন, ‘সম্মানিত শিক্ষকদের দাবি পূরণ করতে পেরে একজন শিক্ষক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা সি আর আবরার বিশ্বাস করেন- শিক্ষকরা সমাজের শ্রদ্ধার আসনে থাকার যোগ্য এবং তাঁদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ যে সহজ ছিল না, তা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কোনো সরল প্রক্রিয়া ছিল না। মতভেদ, সমালোচনা আর নানামুখী বিতর্ক পেরিয়ে আমরা একটি ন্যায্য ও স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছি। শিক্ষা মন্ত্রণালয় কখনোই তর্কে জড়ায়নি, বরং চুপচাপ কাজ করেছে নীতিগত লক্ষ্যের দিকে।’ বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক সমাজের দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা নেপথ্যে থেকে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করেছেন।...