২১ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু মঙ্গলবার বেলা দেড়টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি- পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। তার মানে বাংলাদেশ খেলছে কেবল এক পেসার নিয়ে। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের সেই একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে স্বাগতিক দলটি। ওয়েস্ট ইন্ডিজের একাদশে পরিবর্তন দুটি। পেসার জেইডেন সিলসের জায়গায় এসেছেন স্পিনার আকিল হোসেন। অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের, তিনি এসেছেন রোমারিও শেফার্ডের জায়গায়। বাংলাদেশএকাদশ:সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম,...