ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে হারানোর পর আজ বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। স্পিন নির্ভর কালো উইকেটের সুবিধা নিয়ে প্রথম উইকেটে দাপুটে জয় পায় বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডেতে বোলিং বিভাগকে আরো শক্তিশালী করতে একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদকে বসিয়ে এই ম্যাচে নামোনো হয়েছে বাাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।এর আগে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ জানান, প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ। প্রথম ওয়ানডেতে তাসকিন ২ ওভার বোরিং করে ১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাই আজ স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশ...