টানা চার ওয়ানডে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হওয়ার সুযোগ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন এনেছে স্বাগতিক দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দেড়টায়। মিরপুরের স্পিন উইকেটে বাড়তি সুবিধা নিতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে জরুরি ডেকে একাদশেই যুক্ত করে ফেলেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে তাকে। চার স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাঁজিয়েছে বাংলাদেশ। রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে খেলছেন নাসুম। একমাত্র পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিবীয় একাদশে দুই পরিবর্তন। স্পিনশক্তি বাড়াতে আকিম আগস্টে ও আকিল হোসেইনকে নিয়েছে সফরকারী দল। বাদ পড়েছেন রোমারিও শেফার্ড, জাডেন...