পাকিস্তান ক্রিকেটে আরেকটি বড় রদবদলের ঘটনা ঘটেছে। পিসিবি মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করেছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে। এই সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট মহলে বড় বিস্ময় হিসেবে এসেছে, কারণ গত বছরের অক্টোবরেই বাবর আজমের জায়গায় ৫০ ওভারের ফরম্যাটে রিজওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে, শাহিনকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্তটিও অনেককে অবাক করেছে, কারণ সম্প্রতি তাকেও পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। রিজওয়ানের এই আকস্মিক বরখাস্তের ঘটনায় যখন পাকিস্তানজুড়ে তোলপাড় চলছে, তখন দলের সাবেক খেলোয়াড় রশিদ লতিফ এই সিদ্ধান্তের জন্য সরাসরি দলের (সাদা বলের) প্রধান কোচ মাইক হেসনকে দায়ী করেছেন। লতিফের বিস্ফোরক দাবি, গাজা-ইসরায়েল সংঘাতে রিজওয়ান ফিলিস্তিনকে প্রকাশ্যে সমর্থন জানানোয় হেসন এই সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে লতিফ প্রশ্ন তোলেন,...