চীনের হাংজউ ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ডেভেলপমেন্ট সংস্থা ডিপসিক সোমবার (২০ অক্টোবর) একটি নতুন মাল্টিমোডাল এআই মডেল উন্মোচন করেছে, যা বড় এবং জটিল ডকুমেন্টগুলোকে অনেক কম টোকেন ব্যবহার করেও প্রক্রিয়াকরণ করতে পারবে। নতুন মডেলটি তথ্যকে সংকোচনের মাধ্যম হিসেবে ভিজুয়াল পারসেপশন ব্যবহার করবে। একটি ব্লগ পোস্টে ডিপসিক জানিয়েছে, ওপেন-সোর্স ডিপসিক-ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) মডেলটি তৈরি করা হয়েছে ‘ভিশন এনকোডারের ভূমিকা বিশ্লেষণ’ করে, এই পদ্ধতি ব্যবহার করে, এলএলএম গুলো বিশাল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করতে পারবে, কিন্তু কম্পিউটিং এর খরচ সেই অনুযায়ী বাড়বে না। ডিপসিক- ওসিআর এর...