চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। এরপর দর্শকদের নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিফেন্ডার ও সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার অস্কার রুগেরি। গতকাল অনুষ্ঠিত ফাইনালে চিলির দর্শকরা মরক্কোকে সমর্থন দিয়েছে। এতেই চটেছেন বিশ্বকাপজয়ী সাবেক এই ডিফেন্ডার। টেলিভিশন অনুষ্ঠান ‘এফ নাইন্টি’-তে এক আলোচনায় রুগেরি চিলির দর্শকদের আচরণকে ‘অমার্জনীয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনার যুব দলকে অভিনন্দন, তারা দারুণ খেলেছে। কিন্তু চিলিয়ানরা প্রতিটি ম্যাচে আমাদের বিরুদ্ধে গিয়েছিল—খুবই বাজেভাবে। ইউরোপীয় দলগুলোর বিপক্ষেও কখনও আমাদের সমর্থন করেনি। তারপরও তারা বলে আমরা ভাই—না, আমরা ভাই নই।’ রুগেরির এই মন্তব্য ঘিরে লাতিন আমেরিকার ফুটবল মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অন্যদিকে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহাবি ফাইনালের পর সংবাদ সম্মেলনে চিলির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এই বিশ্বকাপকে আমি...