আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে র্যাংকিংয়ের ৯-এর মধ্যে। বাংলাদেশের অবস্থান দশে। তাদের ঠিক ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। সেই চিন্তা থেকেই মিরপুরের উইকেট স্পিন বান্ধব। প্রথম ম্যাচে কালো মাটির উইকেটে ঘুর্ণিতে ঘায়েল হয়েছে উইন্ডিজ। প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ পেয়েছেন ৫ উইকেট। তবে তার সাফল্যের ভাগ চলে যাচ্ছে উইকেটের দখলে। যদিও বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করতে নারাজ। বরং রিশাদেই মুগ্ধ তিনি। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের রহস্য ভেদ করতে দেশ থেকে উড়িয়ে এনেছে স্পিনার আখিল হোসেনকে। বাংলাদেশের অস্ত্রেই টাইগার বধের পরিকল্পনা তাদের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে আত্মবিশ্বাস তলানিতে বাংলাদেশের। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে নিজেদের ফিরে পাওয়ার মিশনও টাইগারদের। এই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। টাইগার একাদশে...