প্রাচীন মায়া সভ্যতার মানুষরা কেন নিজেরাই গড়ে তোলা বৃহৎ শহরগুলো হঠাৎ করে ছেড়ে চলে গিয়েছিলেন এই রহস্য নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষক দল। ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা’র প্রত্নতত্ত্ববিদ ডগলাস কেনেটের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, মায়া সভ্যতার উত্থান ও পতনের পেছনে পরিবেশ, অর্থনীতি ও মানবীয় সিদ্ধান্ত এই তিনটির পারস্পরিক প্রভাব কাজ করেছিল। বিজ্ঞানভিত্তিক জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, খ্রিষ্টাব্দ ২৫০ থেকে ৯০০ সালের মধ্যে মায়া শহরগুলো ধীরে ধীরে গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিত্যক্ত হয়ে পড়ে। মায়ারা কৃষিনির্ভর জীবনযাপন করতেন। শুরুতে তারা গ্রামে থাকলেও সময়ের সঙ্গে শহরে জড়ো হতে থাকেন। কেনেটের মতে, খরা বা প্রাকৃতিক দুর্যোগের সময় শহরে বসবাস নিরাপত্তা ও খাদ্যের নিশ্চয়তা এনে দিত, ফলে শহর হয়ে ওঠে আকর্ষণীয়।...