আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের হোম ম্যাচের ভেন্যু বেছে নেয়া হয়েছে কিংস অ্যারেনাকে। ম্যাচটির মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নিরপেক্ষ ভেন্যু-যুগে পা রাখতে চলেছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আফগানিস্তান ফুটবল ফেডারেশন হোম ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানালে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সেটি অনুমোদন করেছে। মূলত নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানে ফিরতি ম্যাচ খেলতে যেতে রাজি নয় মিয়ানমার। বাধ্য হয়েই দেশটিকে খুঁজতে হয়েছে নিরপেক্ষ...