চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোর কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। যদিও দিয়েগো প্লাসেন্টের কোচিংয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল ফাইনালের আগ পর্যন্ত ছিল অপরাজিত। ২-০ গোলের এই পরাজয়ের পরও আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় ও পরিবারের সদস্যরা গর্বে ভাসছেন। এমনই এক আবেগঘন মুহূর্ত দেখা গেল তোবিয়াস আন্দ্রাদার পরিবারে। ফাইনাল শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্দ্রাদার মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘আজ আমার ছেলে বলেছিল, “মা, ঈশ্বর চাইলে মা দিবসে তোমাকে সেরা উপহারটা দেব।” আমি বলেছি, “তুমি ইতিমধ্যেই সেটা দিয়েছ। ট্রফির প্রয়োজন নেই।” কারণ আমি জানি সে এখানে পৌঁছাতে কতটা ত্যাগ করেছে। মাঠে সে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলেছে।’ আন্দ্রাদার মায়ের এই ছোট্ট অথচ গভীর মন্তব্যটি এখন পুরো আর্জেন্টিনাজুড়ে প্রশংসিত...