ঐতিহাসিক নির্বাচনে জিতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী জাপানের আয়রন লেডি নামে পরিচিত। তৃতীয়বারের চেষ্টায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। এর মাধ্যমে দেশটির রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাকাইচি। এ খবর দিয়েছে দ্য জাপানটাইমস। এতে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি তাকাইচি নিম্নকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ২৩৭ ভোট পেয়ে সহজেই জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (সিডিপি)-এর নেতা ইয়োশিহিকো নোডা পেয়েছেন ১৪৯ ভোট। ভোটগ্রহণের সময় পার্লামেন্ট সদস্যরা তাকাইচিকে অভিনন্দন জানান এবং নির্বাচনের পর তাকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান। সোমবার এলডিপি ও জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) মধ্যে হওয়া জোট তাকাইচির বিজয়কে অনেকটাই নিশ্চিত করে তোলে। এই জোটের মাধ্যমে বিরোধী দলের সম্ভাব্য...