ফ্রান্সের ঐতিহ্য, সংস্কৃতি ও রাজকীয় গৌরবের প্রতীক প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে ঘটেছে এক নজিরবিহীন ডাকাতি। বিশ্বের অন্যতম নিরাপদ এই জাদুঘরটি মাত্র চার মিনিটের মধ্যে পরিণত হয় এক চাঞ্চল্যকর অপরাধস্থলে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে শত শত পর্যটকে ভরা জাদুঘরে কয়েকজন পেশাদার ডাকাত প্রবেশ করে রাজকীয় গয়নার বিভাগে। মুহূর্তের মধ্যেই তারা আটটি অমূল্য ঐতিহাসিক অলংকার নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া বস্তুগুলোর মধ্যে ছিল — ফ্রান্সের রাজপরিবারের শতাব্দীপ্রাচীন রাজমুকুট, নেকলেস, কানের দুল ও ব্রোচ। ইতিহাসবিদদের মতে, এসব গয়নার অর্থমূল্যের পাশাপাশি রয়েছে ইউরোপীয় ইতিহাসের গভীর প্রতীকী মূল্য। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, চুরি হওয়া অলংকারগুলোর মধ্যে ছিল রানি মেরি-আমেলি ও রানি হরটেন্সের গয়না, যিনি নেপোলিয়ন বোনাপার্টের সৎকন্যা ছিলেন। এছাড়া চুরি গেছে নেপোলিয়নের স্ত্রী এমপ্রেস মেরি-লুইসের নেকলেস ও দুল এবং এমপ্রেস ইউজেনির ব্রোচ। তদন্তে জানা গেছে, চোরেরা...