নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী-৫ আসনে গত ২৮ বছর ধরে বিএনপি কোনো সংসদীয় আসন পায়নি। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ছয় মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নেতারা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ইকবাল হোসেন শ্যামল, জামাল আহমেদ চৌধুরী, মহসিন হোসাইন বিদ্যুৎ, এম. এন. জামান এবং...