বরাবরই রাঘব-পরিণীতি জুটি সকলের নজর কেড়েছে। আর তাদের সম্পর্কের সমীকরণ বেশ মিষ্টি। একে অন্যকে আগলে রেখে চলে তাদের সংসার। এবার সেই সংসারই পরিপূর্ণ। দীপাবলির আগেই তার পরিবার আলোকিত হয় খুশির আলোয়। পূত্রসন্তানের মা হন পরিণীতি। সে খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হতে থাকেন এই অভিনেত্রী। তবে সব শুভেচ্ছার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা।বোন পরিণীতিকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, যাক এতদিনে মালতী খেলার সঙ্গী পেল। পরী তুমি খুব ভালো থেকো।উল্লেখ্য, ২০২৩ সালে জাঁকজমক ভাবে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তার সুখের সংসার। বোন পরিণীতিকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, যাক এতদিনে মালতী খেলার সঙ্গী পেল। পরী তুমি...