রাষ্ট্রের মৌলিক দায়িত্ব তিনটি জননিরাপত্তা, ন্যায়বিচার ও শৃঙ্খলা বজায় রাখা। এর একটিরও ঘাটতি হলে নাগরিক জীবন বিশৃঙ্খল হয়ে পড়ে, রাষ্ট্রযন্ত্রের ওপর থেকে আস্থা হারায় মানুষ। সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এই তিন ক্ষেত্রেই নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। একদিকে অপরাধ ও অনিয়ম বাড়ছে, অন্যদিকে নৈতিকতার অবক্ষয় সমাজে গভীর ছায়া ফেলছে। এমন এক বাস্তবতায় রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র অবলম্বন হলো দক্ষ, জবাবদিহিতামূলক এবং প্রয়োজনে কঠোর আইন-শৃঙ্খলা বাহিনী। কঠোরতা মানে নিছক বলপ্রয়োগ নয়, বরং আইন ও নীতির কঠোর প্রয়োগ যেখানে অন্যায়ের কোনো ছাড় নেই, আর ন্যায়ের জায়গায় কোনো আপসও নেই। বাংলাদেশে অপরাধচক্রের রূপ বদলেছে। এখন তা কেবল ছিনতাই বা ডাকাতিতে সীমাবদ্ধ নয়; বরং মাদক, সাইবার অপরাধ, মানবপাচার, ব্যাংক জালিয়াতি, টেন্ডারবাজি, রাজনৈতিক সহিংসতা...