কম্বোডিয়া সীমান্তে ‘ভূত’ নিয়োগ করেছে থাইল্যান্ড। সীমান্ত থেকে অবিরাম ‘ভূতের আওয়াজ’ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সেন। মূলত বিতর্কিত সীমান্ত নিয়ে সীমান্তবাসীর সঙ্গে থাইল্যান্ড মনস্তাত্ত্বিক লড়াই করছে বলে জানিয়েছে কম্বোডিয়ার মানবাধিকার কমিশন। তাদের মতে, এটি মানসিক যুদ্ধের (সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার) অংশ। যদিও দুই দেশ গত জুলাইয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল; কিন্তু নতুন এই বিতর্কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। সামাজিকমাধ্যমে পোস্ট করা এক বার্তায় হান সেন লিখেছেন, তীব্র ও উচ্চস্বরে ভৌতিক আওয়াজ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে কম্বোডিয়ার মানবাধিকার কমিশন। গত ১১ অক্টোবর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে সম্বোধন করা কমিশনের একটি চিঠি শেয়ার করেছেন সেন। তিনি লিখেছেন, থাই-কম্বোডিয়ান সীমান্তে ‘মানসিক ভীতি প্রদর্শন এবং হয়রানির জন্য বিরক্তিকর শব্দ ব্যবহার করে থাইল্যান্ড গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে’। কম্বোডিয়ার মানবাধিকার...