নিজস্ব প্রতিবেদক: জ্যামাইকায় জন্মগ্রহণকারী ড. বিলাল ফিলিপস বায়োকেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর কানাডায় পড়াশোনাকালে যুক্ত হন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে। সমাজের দারিদ্র্য, অবিচার ও বৈষম্যের সমাধান হিসেবে তিনি তখন কমিউনিজমকেই উপযুক্ত মনে করতেন। ছাত্র বিক্ষোভ ও পার্টির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, কমিউনিজমের তাত্ত্বিক সৌন্দর্যের আড়ালে রয়েছে বাস্তবিক সীমাবদ্ধতা—বিশেষ করে বাকস্বাধীনতার অভাব ও ব্যর্থ প্রয়োগ। সেসব উপলব্ধিই তাঁকে নতুন সত্যের অনুসন্ধানে প্রেরণা দেয়। কমিউনিজম থেকে সরে এসে তিনি গভীরভাবে বিভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে গবেষণা শুরু করেন। বৌদ্ধধর্ম, হিন্দুধর্মসহ অন্যান্য ধর্মের ধারণাগুলোকে তিনি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য মনে করতে পারেননি। তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত আসে একটি স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্নে নিজেকে একটি অন্ধকার, বিপজ্জনক স্থানে আটকে পড়া অবস্থায় দেখেন—কোনও শব্দ বের হয় না,...