মানুষ এক স্থান থেকে আরেক স্থানে চাকরির জন্য ছুটছে। গ্রাম থেকে শহরে এসেছে। যৌথ থেকে একক হয়েছে, একক থেকে আরও ক্ষুদ্র পরিসর খুঁজছে। বেড়েছে ঢাকামুখী মানুষের সংখ্যা। বাড়ছে ডিভোর্স। জিনিসপত্রের দামের সাথে পাল্লা দিয়ে সংসার এখন কোনো একক মানুষের আয়ে চালানো হয়ে গেছে কঠিন! ইভটিজিং, শ্লীলতাহানি, ধর্ষণসহ নানা রকমের সামাজিক সমস্যাও মানুষকে প্রতিনিয়ত ভাবাচ্ছে। জীবন ও জীবিকার তাগিদে ছুটতেই হবে মানুষকে। ক্যারিয়ার পুরুষের যেমন প্রয়োজন তেমনি নারীর। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। কিন্তু একই সাথে সন্তানের চিন্তাও আচ্ছন্ন করে রাখছে তাদের! তাহলে? ঠিক এ মুহূর্তে আমরা যারা ঢাকা বা অন্যান্য শহরে থাকি এবং একই সাথে স্বামী ও স্ত্রী দুজনেই কর্মজীবী তাদের কাছে সবচেয়ে বড় চিন্তা হলো সন্তানকে নিরাপদ আশ্রয়ে কার কাছে রেখে চাকরি করা যায়? সন্তান...