মানুষের জীবনপথে আলোর উৎস হলো জ্ঞান ও দিকনির্দেশনা। সেই দিকনির্দেশনা যদি না থাকে, তবে মানুষ পথ হারায়, ন্যায় ও অন্যায়ের সীমারেখা মুছে যায়, সমাজে নেমে আসে অন্ধকার। এই অন্ধকারে আলোকবর্তিকা হয়ে এসেছে আল্লাহর অবতীর্ণ কিতাবসমূহ যেগুলো মানুষের হৃদয়ে আলো জ্বালায়, বিবেককে জাগ্রত করে এবং জীবনের প্রতিটি স্তরে সঠিক পথ দেখায়। ইসলামের মৌলিক ছয় আকিদার একটি হলো আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান। এটি কেবল মুখের উচ্চারণ নয়, বরং জীবনের দর্শন, নৈতিকতার দিকনির্দেশনা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। ‘কিতাব’ শব্দের আভিধানিক অর্থ লিখিত কিছু। ইসলামি পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয়, আল্লাহ তায়ালা যেসব গ্রন্থ বা ওহি তাঁর নবী ও রাসুলদের মাধ্যমে মানবজাতির জন্য নাজিল করেছেন। এসব কিতাবের উদ্দেশ্য ছিল মানুষকে সঠিক ও ভুলের পার্থক্য শেখানো, আল্লাহর ইবাদত ও বান্দার পারস্পরিক আচরণবিধি নির্ধারণ...