রংপুরের ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি এলাকায় জাতীয় পার্টির নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হওয়ায় দলটির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়েছে। একই অবস্থা আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের দলগুলোরও। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিএনপি ও জামায়াত জোরেশোরে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনি মাঠে শক্ত অবস্থান নিয়েছে জামায়াত। অপরদিকে, নেতৃত্বের লড়াইয়ে বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। দলের আদর্শের চেয়ে নিজস্ব প্রভাব ও আধিপত্য বিস্তার নেতাদের কাছে মুখ্য হয়ে উঠেছে। রংপুর মহানগর ও বিভিন্ন উপজেলা ঘুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সাধারণ মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা থাকলেও দলীয় কোন্দল ও শৃঙ্খলা ভেঙে পড়ায় দলটির রাজনৈতিক শক্তি ক্ষয় হচ্ছে। জেলা কমিটি, মহানগর কমিটি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে কোন্দল রয়েছে, যা রাজনৈতিক সংকট সৃষ্টি করছে। এমন মন্তব্য করেছেন...