২১ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘রেবিস ভ্যাকসিন ক্যাম্প ২০২৫’। সোমবার(২০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণীদের কল্যাণে আয়োজিত এ ক্যাম্পটি যৌথভাবে পরিচালনা করে এনিমেল ওয়েলফেয়ার ও রেসকিউ সোসাইটি এবং মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। ক্যাম্পের মিডিয়া পার্টনার হিসেবে ছিল মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি। এতে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের প্রোভোস্ট অধ্যাপক ডা. ইশতিয়াক আহমেদ তালুকদারসহ মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব ও ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ। এনিমেল ওয়েলফেয়ার ও রেসকিউ সোসাইটির সভাপতি মইনউদ্দীন রিয়াদ বলেন, আমাদের লক্ষ্য হলো ক্যাম্পাসের প্রতিটি প্রাণীর জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই দিকেই আরও এক ধাপ এগিয়ে গেলাম। মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, আমরা বিশ্বাস...