২১ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সোমবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রাম্পের সেই দাবিকেও অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলের সংসদে জানিয়েছেন, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে একটি "শান্তি চুক্তি" করতে পারে, তা খুবই ভালো হবে। তবে খামেনি বলেছেন, যদি চুক্তি জোরপূর্বক চাপের মাধ্যমে করা হয় এবং ফলাফল পূর্বনির্ধারিত থাকে, তা চুক্তি নয়, বরং জোরাজুরি ও হুমকি। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, ইরান স্বাধীনভাবে কোনো চাপের মধ্যে চুক্তি গ্রহণ করবে না। খামেনি বলেছেন, "ট্রাম্প বলেন, তারা ইরানের পারমাণবিক শিল্পকে বোমা মারছে এবং ধ্বংস করেছে। খুব ভালো, তবে...