রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম সম্প্রতি উন্মোচন করেছে তাদের তৈরি এক নতুন ধরনের প্লাজমা রকেট ইঞ্জিনের প্রোটোটাইপ। এই প্রযুক্তি মহাকাশযাত্রায় এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।আরএনডি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, এই ইঞ্জিন ব্যবহার করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩০ দিন, যেখানে বর্তমানে প্রচলিত প্রযুক্তিতে সময় লাগে প্রায় সাত থেকে নয় মাস।ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজ জানিয়েছে, রাশিয়ার এই প্লাজমা ইঞ্জিন গতি ও কর্মক্ষমতার দিক থেকে স্পেসএক্সের স্টারশিপ এবং নাসার আর্টেমিস প্রকল্পকেও ছাড়িয়ে যেতে পারে।প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা—কঠিন, তরল ও গ্যাসের পর একটি উচ্চতাপমাত্রার আয়োনাইজড পদার্থ। সূর্য, বজ্রপাত কিংবা নিয়ন বাতির আলোয় যে কণাগুলো দেখা যায়, সেটিই প্লাজমা।রসাটমের নতুন ইঞ্জিনে বিদ্যুৎ ব্যবহার করে গ্যাসকে অতিমাত্রায় উত্তপ্ত করে প্লাজমা তৈরি করা হয়। এরপর সেই প্লাজমাকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে উচ্চবেগে নির্গত করা...