ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল গোপনে সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। খবর ইন্ডিয়া টুডের। ভার্সেটাইল এই অভিনেতা বেশ কিছু চলচ্চিত্রও পরিচালনা করেছেন। চার দিন আগে ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। জয়পুরের বাসিন্দা আসরানির মৃত্যুর খবর তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রকাশ করে পরিবার।আরো পড়ুন:ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরামা হলেন পরিণীতি চোপড়া ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরা আসরানির ব্যক্তিগত সহকারী বাবু ইন্ডিয়া টুডে টিভি-কে বলেন, “আসরানি সাহেবকে চার দিন আগে জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার ফুসফুসে পানি জমেছিল। ২০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার...