নতুন করে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি অভিযোগে করেন, যুক্তরাষ্ট্র গায়ের জোরে সবাইকে চুক্তিতে রাজি করাতে চায়। একই বক্তব্যে, তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে ট্রাম্পের দাবিও অস্বীকার করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সোমবার (২০ অক্টোবর) প্রচারিত ভাষণে খামেনি বলেন, ট্রাম্প নিজেকে ডিল মেকার (যিনি চুক্তি করতে পারেন) দাবি করেন। কিন্তু নিজেদের মনোমতো ফল পাওয়ার জন্য জোরজবরদস্তি করে কিছু আদায় করলে সেটাকে চুক্তি বলে না। সেটা হয়ে যায় বলপ্রয়োগ করে দমন। গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির কথিত সাফল্য নিয়ে নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দেওয়ার এক পর্যায়ে তিনি বলেন, এবার তেহরানের সঙ্গে ওয়াশিংটন শান্তি চুক্তি করতে পারলে তা দারুণ একটা ব্যাপার হবে।...