জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি সানায়ে। মঙ্গলবার সকালে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে তিনি জয় পেয়েছেন। ৪৬৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তিনি পেয়েছেন ২৩৭টি ভোট। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে প্রয়োজন ছিল ২৩৩ ভোটের। তার এই জয় নিশ্চিত করেছে নতুন প্রধানমন্ত্রীর পথ। সন্ধ্যায় দেশটির উচ্চকক্ষেও তাকাইচির নিয়োগ অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে মঙ্গলবারই তিনি জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভোটগ্রহণের সময় তাকাইচিকে সহকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। ভোট শেষে গণনার সময়ও তিনি বেশ শান্ত ছিলেন। তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি ‘ইশিন’-এর মধ্যে হওয়া জোট এই জয়ের ভিত্তি তৈরি করে। যদিও তাদের সম্মিলিত আসনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠতার ঠিক নিচে, তবে বাস্তবে তাকাইচির জয় নিয়ে তেমন কোনো সংশয় ছিল না। ভোটের আগে...