২১ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম নিউইয়র্ক শহরের ২০২৫ সালের মেয়র নির্বাচন নিকটবর্তী, যেখানে নাগরিকরা শহরের নতুন মেয়র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত কর্মকর্তাদের ভোট দেবেন। নির্বাচনের ফলাফল শুধু স্থানীয় রাজনীতি নয়, পুরো শহরের নীতি ও নৈতিক দিকেও প্রভাব ফেলবে। নির্বাচনের প্রতি আগ্রহ বাড়ছে ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, বিশেষ করে সাম্প্রতিক জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বীদের অবস্থান স্পষ্ট হয়ে এসেছে। নিউইয়র্কের ভোটাররা ৪ নভেম্বর, ২০২৫ মঙ্গলবার নির্বাচন দিবেন। তবে আগেভাগে ভোটের সুযোগ ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত থাকবে। নির্বাচনের মূল উদ্দেশ্য হলো শহরের নেতৃত্ব নির্ধারণ করা এবং নাগরিকদের সেবা, নীতি ও শহরের ভবিষ্যৎ উন্নয়নে ভোটের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন জোহারান মামদানি, অ্যান্ড্রু কুমো, কুরটিস স্লিওয়া এবং ইরিক অ্যাডামস (যিনি পরে পুনঃনির্বাচনের...