যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এর এই নির্দেশনায় যুক্তরাষ্ট্রে থাকা এফ-১ শিক্ষার্থী ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থী ও এল-১ কর্মীরা সরাসরি উপকৃত হবেন। আজ (২১ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীরা, যারা এখানেই থেকে এইচ-১বি ভিসা স্ট্যাটাসে রূপান্তর করতে চান, তাদের ১ লাখ ডলারের ফি দিতে হবে না বলে সোমবার একটি নতুন নির্দেশনায় জানিয়েছে ইউএসসিআইএস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত ১৯ সেপ্টেম্বর এক প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনে এই ১ লাখ ডলার ফি চালু করে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিভ্রান্তি ও সমালোচনা তৈরি হয়েছিল। সোমবারের নির্দেশনাটি এই প্রথমবারের মতো বিষয়টি স্পষ্ট করল। এতে জানানো হয়, যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থেকে ভিসার ধরন পরিবর্তন করছেন, যেমন এফ-১...