জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শ্রমিক বিভাগের অঙ্গ সংগঠন "জাতীয় শ্রমিক শক্তি" আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ভোলার কৃতি সন্তান এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসান মাহমুদকে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জাতীয় শ্রমিক শক্তির গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত...