জাপানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির পার্লামেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সানায়ে তাকাইচি পান ২৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি অব জাপানের প্রার্থী ইউশিহিকো নোদা পান ১৪৯ ভোট। ভোটগ্রহণের সময় পার্লামেন্ট সদস্যরা তাকাইচিকে অভিনন্দন জানান এবং নির্বাচনের পর তাকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান। জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে তিনি নির্বাচিত হলেন।এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল ব্যক্তিত্ব জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাকাইচির এই ইতিহাস রচনা জাপানের কাঁচের সিলিং ভেঙে ফেলার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যেখানে এখনও পুরুষরা বেশিরভাগ ক্ষমতার অধিকারী।...