ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। নতুন এই হামলার পর হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা বেড়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে ওয়াশিংটন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল-শাআফ এলাকায় দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতরা নিজেদের ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা গুলি চালিয়েছে কয়েকজন হামাস যোদ্ধার দিকে, যারা “হলুদ সীমারেখা” অতিক্রম করে শুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং সেনাদের জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল। এই হলুদ রেখাটি হলো গত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত একটি...