জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির সংসদে অনুষ্ঠিত ভোটে তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)—ইশিন নামে পরিচিত—একটি জোট সরকার গঠনে একমত হয়েছে। এই জোটই তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছে। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রীকে অনেকেই জাপানের ‘আয়রন লেডি’ বলে অভিহিত করেন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত তাকাইচি প্রধানমন্ত্রী পদে এর আগে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হন। এবার তৃতীয়বারের চেষ্টায় ইতিহাস গড়লেন। তাকাইচির এই অভূতপূর্ব সাফল্যকে জাপানে নারীর ক্ষমতায়নের বড় প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে এখনো রাজনীতি ও কর্পোরেট নেতৃত্বের বেশিরভাগ পদে পুরুষদেরই আধিপত্য। জাপানের সংসদে প্রতি পাঁচটি আসনের বিপরীতে নারীদের জন্য একটিরও কম আসন রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,...