প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ইতিহাসবহুল ইস্ট উইং-এর কিছু অংশ ধ্বংস করে বলরুম নির্মাণের কাজ শুরু করেছেন। এই প্রকল্পে হোয়াইট হাউসের বিদ্যমান স্থাপত্যে কোনো প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন। বড় ধরনের যন্ত্রপাতি দিয়ে ভবনের সামনে অংশ বিচ্ছিন্ন করা হচ্ছে। ইস্ট উইংয়ে বর্তমানে ফার্স্ট লেডির অফিস, একটি থিয়েটার, এবং বিদেশি অতিথিদের জন্য ভিজিটর এন্ট্রান্স রয়েছে।নতুন বলরুমের খরচ যা ট্রাম্পের নিজস্ব এবং দাতা দের অর্থায়নে বলরুমটি নির্মাণ করতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য না পাওয়া গেলেও লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির কলেজ বেসবল খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প নিজেই প্রকল্পের ভিত্তি স্থাপনের ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন ‘হোয়াইট হাউস থেকে বলরুমটি সম্পূর্ণ আলাদা স্থাপনা হবে, ইস্ট উইং এর আধুনিকায়ন চলছে...