নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে বড় ধাক্কায় পড়েছে জনপ্রিয় ফাস্টফুড চেইন পিৎজা হাট। প্রতিষ্ঠানটি ৬৮টি রেস্তোরাঁ এবং ১১টি ডেলিভারি সাইট বন্ধ করে দিচ্ছে। ফলে ১,২১০ জন কর্মী চাকরি হারাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পিৎজা হাটের যুক্তরাজ্য শাখা পরিচালনাকারী প্রতিষ্ঠান DC London Pie Ltd আর্থিক সংকটের কারণে FTI Consulting-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এরপরই এই ছাঁটাইয়ের ঘোষণা আসে। তবে আশার কথা হলো, পিৎজা হাটের আন্তর্জাতিক মালিকানাধীন প্রতিষ্ঠান Yum! Brands ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তারা ৬৪টি শাখা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ১,২৭৬ জন কর্মী আপাতত চাকরি হারাচ্ছেন না। পিৎজা হাট ইউরোপ ও কানাডার ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস বার্কিয়ার বলেন,“আমাদের লক্ষ্য হলো অতিথিদের অভিজ্ঞতা বজায় রাখা এবং কর্মীদের চাকরি রক্ষা করা। অধিগ্রহণ করা শাখাগুলোর কর্মীদের সহায়তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” বিশ্লেষকদের...