স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ ৬ বলে ৫ উইকেট হাতে নিয়ে ৯ রান দরকার ছিলো বাংলাদেশের। কিন্তু ম্যাচের শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১ রান তুলতে পারে টাইগ্রেসরা। ফলে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশ। এতে লিগ পর্বে এক ম্যাচ বাকী থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিল নিগার সুলতানা জ্যোতির দল। ৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ। এই জয়ে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল শ্রীলংকা। সোমবার (২০ অক্টোবর) ভারতের নাবি মুম্বাইয়ে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে উইকেট উপহার দেন পেসার মারুফা আকতার। রিভিউ নিয়ে শ্রীলংকার ওপেনার...